সুখ নেই তবে তেমনতর, রোদন চিত্রপট
সুখের জন্যে রহিম যে আটকা কঠিন জেলে  
মা থাকে তার গাঁয়ে, একলা প্রাচীন বট,
ঈদ এবারেও এসেছে, সুখের পেখম মেলে...


দু'মুঠো টাকার জন্যে– দূর দেশে রহিম
এবারে তার আর হলো না মানা ঈদ,
পরিযায়ী, তার বুকে যে মায়ের স্পর্শহীন
দুর্দিনে তার মাকে ছাড়া সকল যে ফিকে প্রীত...


(সংক্ষিপ্ত)