একটাকে আজ বেশ টুকরো টুকরো করে,
তাঁর হাড় গুলোকে জমিয়ে চুষলাম।
আর বাকিরা জানে না, তাদেরও দিন– কাল বা কাল।
তারা তবু খাবার খাচ্ছে। জল খাচ্ছে। ঘুমোচ্ছে।
ঘুরে বেড়াচ্ছে। স্বপ্ন দেখছে, বেঁচে থাকার!
আসলে, বাঁচার তাগিদটা দুজনার...।  


অথচ, মরে এখানে– যে অসহায়। নিরীহ।
যে জানে না, তার কাল শেষ বাঁচা।
তার পরিবারকে সামনে মরতে দ্যাখে।
দেখেও, সে– খাচ্ছে। ঘুমোচ্ছে। ঘুরে বেড়াচ্ছে।
স্বপ্ন দেখছে; বেঁচে থাকার...


শুধু, বেঁচে থাকার লড়াইয়ে এর উল্টোটার অপেক্ষায় আমি...