ধোঁয়া ওঠে। তবু দেয় খড়-কাঠ। কখনো দেয়নি ফুঁ।
যারা তোমাকেই ভালো বলেছিলো– কাল বা পরশু।
তারাই তোমায় পুড়ছে ভীষণ। আগুনে দিচ্ছে আগুন,
তাদেরও তোমায় পুড়তে হবে জ্বলিয়ে নিজে দ্বিগুণ।
ভুলে যেতে হবে স্মৃতিময় সব অতীতের আমদানি
দিয়ে যেতে হবে– ফেরত সকল, নিয়েছো যে যতখানি।


ভালো-মন্দের কাঠগড়াতে উঠিয়েছে যারা নিলাম  
একথা ভাবেনি, সময়ও ফেরে– দুলিয়ে পেন্ডুলাম।
নিজে হও তাই জ্বালানি যোগান আগুনের পাশে আগুন,
ভুলে গেলে তুমি হবে নিস্তেজ। নিজেরই করবে খুন।
আত্মার কোন্ আত্মীয়ার সাথে নামবে আন্দোলনে
সে কথা তোমার রাখো মগজের রক্ত সঞ্চালনে।


বাইরে আগুন। ভেতরে আগুন। আগুনে আগুনে থাকো!
নিভিয়ে তুমি ফেলো না বুকের আগুন জ্বালিয়ে রাখো।