সাগর যেমন ঢেউ গুলোকে হালকা হালে নিয়ে আসে বালুকারতীরে,
নদী যেমন চলার পথে থিতিয়ে ফেলে ধূলোবালি, গভীরে-অগভীরে,
ধরাতলে যেমন সন্ধ্যা নেমে এলে, একেলা পাখিটি ফিরে আসে নীড়ে,


বলি তোমাকে একটি কথা হয়নি বলা আজও–,
'আমি যেখান থেকে এসে ছিলাম;
                    সেখানে এসেছি ফিরে'...।