দিন জাগা রবি ক্লান্ত কিরণে–
ফিরে যেতে হবে; রেখেছে স্মরণে।
তাদের থেকেতে সকলে তা শিখি।
দূরে আরো দূরে চোখ মেলে দেখি–
গামছা ফেলে কাঁধে ফেরে চাষাচাষি।
মা'ও তুলছে শিশু; ফোটে তার হাসি।


পাখিদের দলও ফিরে যায় নীড়ে,
কালো হয় ছায়া– পড়া নদীটিরে।
গোয়ালাও তার সব গরুখানি–
গোয়ালেতে বাঁধে, একে একে টানি।
ফিরে– যায় ও আসে সময়ের সাথে।
ফেরার আনন্দে তাই সকলেই মাতে।
ওই দূর ঘরে– জ্বলে সাঁঝবাতি
এসো তুমিও এসো। নেমে আসে রাতি...।