চাই না যেতে আর দূরে-দূরান্তরে,
জড়িয়ে থাকতে চাই–; সোহাগে আদরে।
মা তুমি ভুলে গেছো, তোমার এ ছেলে
কতদিন সে ঘুমাইনি মাথা রেখে কোলে।
সে স্বপ্ন সাজাতে বুকের পাহাড়ে ঝুম
নীরবে চষে গেছে। তাই মাগে ঘুম।


সে এখন ক্লান্ত, জীর্ণ, বোঝা টানা দায়
তাই সে তোমার কোলে ঘুমাতে যে চায়।
তবে, এই ঘুম যদি শেষ ঘুম ঘরে
মা আমায় আর তুমি জাগিও না ভোরে...