'ঈশ্বর কিংবা মন্ত্রী'– সে তোমাদেরই গড়া,
তুমি তাকে পুজবে, কি করবে পদাঘাত
সে তোমাদেরই হাতে; আমি হলে তবে
মন্দিরচ্যুত করেই নিমেষেই ধূলিসাৎ–।        
  
অনিমেষ, একে এক যুদ্ধ'ই বলা যায়,
তুমি একে কখনো ভেবো না নিছক
বিরোধীতায় যদিও বা– তোমারই আপন
ক্ষমা করো না ওদের, ছিনে নিও হক!


সহানুভূতি ছাড়া, আর কি দি তাই
তোমাদেরই মতো আমিও পরিযায়ী,
'হেঁটে চলো, ছুটে চলো', এ কথাই শেষে–
তোমাদের আগামীকে বলে যেতে চাই...