মাছ মরছে, জল না পেয়ে ওদের স্থানে,
খুঁজছে তারা, ভীষণ সে এক জাগায় থেকে,
আমরাও যে- ভেসেই যাবো খুশির বানে-,
সেথায় বিষাদ, ইচ্ছা তৃষায় যাচ্ছি ঢেকে ।


যে নদীটার জলটা আজ রক্তে ভরা
সেই নদীতে চান করাটা অনেক সাজার,
তবুও তোরা- পারিস্ যতই রক্ত ঝরা,
কারণ এখন খুন করাটা তোদের বাজার ।


কি বা পাস্ ! মানব মেরে নিজের ঘরে ?
বলতে পারিস্? তোদের আবার নেইত সময়,
কিন্তু তোরা মানব মারার একটু 'পরে
দেখ্ না ভেবে- ‘জীবন কি তোর লাবন্যময়’ ?


কিন্তু তোরা- একটি কথা রাখিস্ মনে,
এখানে সময় পাল্টে যে যায় প্রতি ক্ষণে ।