যাদের ঘরে নতুন আসে পুরনো ভাবে,
তাদের ঘরে একটিবার– কেউ কি যাবে?
বাবার কাছে আমার শেখা
যাচ্ছি যে তাই হলেও একা,
যাদের ঘরে– দিন চলে আজও খুব হিসাবে।


যাদের ঘরে নতুন কেবল– অভাব অভাব,
তাদের ঘরে যাবে কি কেউ জমাতে ভাব?
হাটিয়ে দিতে ঘনঘটা
আধেক, না হয় এক ঘণ্টা;
যাদের ঘরে– নুনের মধ্যে অমৃত লাভ।
    
যাদের ঘরে নতুন মানে পেট গোঙানি
তাদের ঘরে চলো একবার আসর টানি।
ফাটিয়ে কি লাভ আতসবাজি
নেশায় কি লাভ,  চলো আজই  
যাদের ঘরে পুরানো-নতুন সব সমানই।


তাদের বছর মূল্যহীন, হয় না জানা
যাদের ঘরে ভীষণরকম ধার ও দেনা।
চলো, তাদের নতুন দিনে
একটি কিছু আমরা কিনে  
ছোট্ট শিশুর হাতে দি যার– ভীষণ বায়না।