আহা, জল টুপটাপ,  জল থৈ থৈ-, ঘর থেকে আজ সরিস্ রে।
            এই যে দারুণ বৃষ্টি বেলায়, দৃষ্টি প্রখর করিস্ রে।
তোরা, মনটাকে আর চাতক করে রাখিস্ না!
আর, অমলিন ওই হৃদয়টাকে জামার তলে ঢাকিস না।
ওরে-, আষাঢ়ীর এই বৃষ্টি ভাষা- ভালো করেই পড়িস রে।
আহা, জল টুপটাপ,  জল থৈ থৈ-, ঘর থেকে আজ সরিস্ রে।


তোরা, এই বেলা এসে হ রে জড়ো,  লগন এমন থাকে না,
            এই আষাঢ়ীর বাদল ধারা- একে তে আজ, লাখে না।
আজ, বেলা গুলোকে বৃথা করে আর রাখিস না,
তোরা নৌকা বানা, যে যার মতো থাকিস্ না।
তোদের নেই মনে কি! কেন রে তোরা- আষাঢ়ে খরা গড়িস রে?
আহা, জল টুপটাপ,  জল থৈ থৈ-, ঘর থেকে আজ সরিস্ রে।