পোড়ার পর আবার নিজেই নিজেকে সতেজ করো।
কাঁদার আগে কান্না গুলো ধরে
মাটির নীচে মাটিতে দাও ভরে,
হাসতে হাসতে পথেই নিজের– নিজেই দু'হাত ধরো।


সময় আসবে সকল কিছু সহজে পাল্টে দেবার।
সচারাচর জীবন পথের বাঁকে
ভুলতে হবে ভুলতে হবে 'তাকে';
সঙ্গী ভেবে হাঁটতে হবে– নিজের পাশে দেদার।


একলা মানুষ হয় না জেনো, আপন থাকে তারও।
লুকিয়ে থাকে লক্ষ কোটি তারায়,
কি আসে যায় প্রিয় মানুষের হারায়!
যে চলে যায়, সে চলে যায়; আটকায় না সব কারো।