আজ 'ও' মরেছে। কাল আপনি, আমি।
আসলে শীর্ষকে রেখেছি এর বণ্টন।
ইতিহাস স্বাক্ষী, সাধারণই মরে।
সাধারণই মরবে। ঘটবে না পরিবর্তন।
জনগণই আসলে আসল বোকা।
লাইন'ই দিচ্ছে। থাকছে না ঘরে।
কোনো দলই– কোনো থাকে না পাশে!
মৃত্যুর আগে হোক, বা পরে।
মরলে মরছে– তোমাদের মতোই
কোনো সাধারণ নির্দোষী জনতা।
গুলির আঘাতে নিজেকে জেতাতে–
কখনো মরেছে কি কোনো নেতা?