আপন কর্ম আপন করিও-,
ভরিও নিজের ঝুলি;
চক্ষু থাকিতে দেখিয়া নিও
করিছো কি ভুল গুলি।


কাহারে তুমি বলিছো করিতে,
আদেশ কাহারে দাও!
নিজেরই মান লুণ্ঠিত হোক
তোমরা তাহা কি চাও?


নিজেরই মান বজায় রাখিও
অমানুষ বলিবার আগে,
যতনে ফোটাও– জীবন কুসুম
জীবন নামক বাগে।