পুড়তে থাকে গা।
তবু আপসোস হয় না কোনো
খয়ে গেলেও পা।
কারণ– সজাগ শরীর।
শীতের সকালে ঘামে ভিজেও
হয় না কভু ধীর।
ব্যথা হয় নিশ্চয়।
তবু তাদেরকে রাত্রিদিন–
দাঁড়িয়ে থাকতে হয়।
আগুন লাগে না আগুন।
শরীর ভেতরে স্বপ্ন যেখানে
সৃষ্টি করে নুন...
ওরা, সূর্যের ঠিক পাশে।
দু'মুঠো ভাতের পরিবর্তে আজও
অনায়াসে তারা হাসে।


ওরা 'কারিগর'।
দাঁড়িয়ে থাকতে পারে ওরা
জীবন্ত লাভার ওপর...