একটু এদিক ওদিক হলেই– হয়ে যাবে সব গলতি।
মনযোগে তাই ধ্যানরূপ ধরে
একের পর এক এক করে–
ভরে যায় 'তার' এক এক ঘরে, পাশে রেখে সব বলতি।


খাড়া হতে হতে ঝরে পড়ে ঘাম। সূর্যও যায় অস্ত।
প্রাণপণে চেষ্টায় চেষ্টার বেশ
'ঘাবড়ার তার' হয় নাকো শেষ!
যখনই দেখি– ভরে অক্লেশ। সে ব্যস্ত, খুব ব্যস্ত...।