পুড়ছে শরীর, জ্বলছে শরীর
ভিজছে শরীর ঘামে
লবণ মাখা– সৃষ্টি নদী
বইছে বক্ষ ধামে।


সেই নদীটির নাম রেখেছি
অন্ধকারের আলো...
পুড়ছে শরীর, জ্বলছে শরীর
হচ্ছে শরীর কালো।


তাতেও ভাই যায় আসে না;
রূপের চর্চায় বরং–
আগাম গুলোর স্বপ্নে দ্যাখে
হৃদয়ে রাঙার শ'রঙ।


স্যাঁতসেঁতে হয় আগাগোড়া,
তবু সে আর থামে!
জীবন দিয়ে– কিনছে জীবন
ভীষণ ভীষণ দামে।