হয়ত নয়, তবুও বলে ফেলি,
তুমি যেথা আমারে খুঁজে চলো-,
আমি সেথা আর যাই না,
গিয়ে কি লাভ-! তোমারে তো আর
সেথা গিয়ে আমি পাই না!!
তাই বন্ধ করেছি, আনাগোনা সেথা,
কত বার মন বলেছে- 'বৃথা'!
যতবার গেয়েছি- ততবার'ই পেয়েছি ;
'বেদনার খরা'-। কোনো ছাই না।
তাই, আমি আর যাই না...।


তুমি যেও তবে সর্বদা সেথা,
ভালো কে মন্দ- জানতে,
যত পারো থেকো, 'হবে না নালিশ'
সময়ের কোনো- প্রান্তে।
'তোমায় মুক্তি দিয়েছি'-, এইটুকু জেনে
তুমি খুশি হও-, রাতে ও দিনে।
ভয় নেই-। বলি- 'বিরক্তি কোনো-
তোমার জীবনে- চাই না'।
তাই, আমি আর যাই না....।


কত না তোমায় করেছি নালিশ-!
"এসেও আবার পালালে-"?
কিংবা বলেছি-, "এতক্ষণ ছিলে-!
টাইম পাশে কাকে জ্বালালে"-?
আবার, কখনো বা বলে ফেলেছি শেষে
"আমি এলাম, তাই- তুমি গেলে ফেসে-,
না হলে তুমি- আরো কিছুক্ষণ
ডুব দিতে-", বলি, তাই না-?
তাই, আমি আর যাই না....।


'শত অপরাধ করেছি'-; জেনেও-
'নালায়েক' ভেবে আমাকে,
"ক্ষমা করে দিও-"। এই ভরসায়
বলে যাই শেষে তোমাকে।
যদি, বেশি কিছু চেয়ে- ফেলেছিলাম,
তার চেয়ে বেশি দিয়ে গেলাম;
'অযতনে তাকে- সাজিয়ে রেখো';
আর কিছু- আমি চাই না....।