ঝিঁঝিদের বাড়ে ডাক।
যত রাত হয় কম–
ওড়ে পেঁচা, পেঁচিরাও,
বাদুড়ের সমাগম।
টুপটাপ ঝরে তাই–
পাকা ফল কদমের।
চামচিকে আসে যায়,
তবু তারা না দমে।
চকচকে চাঁদ, তবু–
সব লাগে ফ্যাকাসে,
আলো আর আঁধারের
খেলা চলে আকাশে।


আলো আর আঁধারের
খেলা চলে প্রকাশে
সারি সারি সুপারির
দোলে পাতা বাতাসে।
মিটমিট করে তারা
ওড়ে কত জোনাকি,
রাত বাড়ে, তবু যায়–
ঠিকঠাক গোনা কি!
মনে মনে– চলো তাই
দূর কোনো অজানায়।
সাদা-মেঘে কালো-মেঘে
ছেয়ে গেছে জোছনায়।