'যেতে হবে'– এ কথাটি যেমন সত্য
'ঝুলি ভরে নিতে হবে', এ কথা কথ্য।
খালি হাতে চলে তো আর যাওয়া যায় না,
উন্নত প্রাণী সবে; তাতে নেই দো টানা।      
আমি তো মানি কেবল কিছু যাই করে ;
স্বপ্ন সাজাই তাই– দিবানিশি ধরে।
খালি খালি চলে যাওয়া ওদের'ই কাজ
ঘুমানোর ঘরে শুয়ে সদা যে বিরাজ।
না আলোয় না থেকে কালোকে সরাই;
চিরঘুম আনবার আগে বলি তাই–


কিছু করো কিছু করো, করো নিরবধি,  
বৃথা আসা, খালি হাতে ফিরে যাও যদি।