চোখের কাতিলে– মন করে খুন
প্রেম করে খুন মাজরা'তে,
শুষে নেয়। কিছু প্রেমিকার ভ্রুণ–
ধানে ধানে, পাশে বাজরা'তে।


হৃদয় সজাগ। খোলা আছে চোখ।
দিবা হোক বা রাত্রি সে।
অনশনে– ভাই আঠাশও পেরোক
যাক গেলে যাক তেত্রিশে।


মন বুঝে গেছে কিসে হয় বশ।
কিসে হয় তার বিনাশক।
হিসেব-নিকেশে টুকু যদি লশ
স্প্রে করে দেয় 'কীটনাশক'।