এই কথাতেই তর্ক ওঠায়
কমলা বউ ও তার কর্তা।
"সূর্য যদি যায় চলে–
কেমনে আসে ফেরৎ তা?


বরফে যদি ঠান্ডা বেশি
লাগে কেন টুপি-কম্বলের?
আগুনে যদি বেশি তাপ
রাগলে কেন গা জ্বলে?"


এই কথাতেই তর্ক ওঠায়
কমলা বউ ও তার কর্তা।
"হজম হয় না পুঁইয়ে শাক,
মুলো, বেগুন, আর ভর্তা!
আনলে রসুন রিকেট মার্কা
তখনই আমার গা জ্বলে!
সূর্য ফেরে। নেভাও আগুন!
সর্দি লাগে জল ঢেলে।"
তখন লাগে টুপি, মজা
আরেঃ! হামে তুম ডরতা!
বাজার খরচা কমাতে তুম
কষে নিও প্রিয় পড়তা!"
এই কথাতেই তর্ক ওঠায়–
কমলা বউ ও তার কর্তা।
অবশেষে পড়তা গড়েন
পরছি টেনে পাঁচ ছয়–


"ভুল হয়েছে, মাই বাপ!
কান মলি, দি হ্যাঁচ-ছো!"