তোমাদের কামড়ে এখন আর আমার হয় না ব্যথা;
বরং লিখে ফেলি আমি অসময়েতে দু'চার লাইন।


লিখতে লিখতে নিঃশব্দে কখন জানি না 'আমার কথা'
ভেঙে ফেলে, অনায়াসে তোমাদের গড়া আইন।


জেনো, একদিন সময় ফেরে সবার। আজ আমার পালা।
নিজেকে বাঁকাতে বাঁকাতে এখন রূপে বড়শির কাঁটা।


টোপে রক্তের বিন্দু ঝুলিয়ে, যদি মেটে বুকের জ্বালা
তাহলে, জন্ম হোক বুকের ভেতরে অন্য এক বুকের পাটা।


অনেক হয়েছে হার-জিত খেলা, সেজে চলা মেঘনাদ।
এবার ইচ্ছে করছে আমিও তোমাদের কষিয়ে লাগাই চড়।


যখন দেখি আমি চোয়ালে আছে আমারও বিষ দাঁত!
তোয়াক্কা না করে, ইচ্ছে করে তখন– আমিও বসাই কামড়।