নৃত্য দেখিনু শত-, মেঘে আর মেঘে,
তারপর, আসিলো- ঝড়। প্রবল বেগে-
ছড়িয়া ছিটিয়া গেলো জলেরই ধারা,
ধীরে ধীরে সকলই- হইলো হারা।
রাখী মা- যতনে তবু কহিলো প্রভু
এমন নৃত্য আমি দেখিনি কভু-।
এমনই কিছুটা ক্ষণ- থাকিলে লেগে
নৃত্য দেখিমু তবে-, মেঘে আর মেঘে!


যেই না বলিলো রাখী- সহসা থামিলো,
ঘন কালো মেঘেরা- বড়ই ঘামিলো।
চারিদিক কিরণের ভরিলোও আলো,
ভয়েতে কাঁপিলো বুক-! যখন দেখিলো
কীট ও পক্ষীর নীড়- গেছে যে ভেঙে।
সহসা উঠিলো তখন-, প্রবলই রেগে।।