(১)
আবার তাকে করলে দুর্বল
হারাতে পারো, বলে রাখি ভাই;
করেছিলে যা– পেয়েছ তা ফল
'অভিনয়' আর করো না তাই !


(২)
আমি কে, তা মূল কথা নয়
আমি কার, তা'ই আলোচ্য বিষয়।


(৩)
আমার পুজো চারটি দিনের সুখের নয়
আমার পুজো যা চির সুখের তরে,  
আমার পুজো কোনো নতুন সেলফিতে নয়
আমার পুজো– কেবল বুভুক্ষুদের ঘরে।