রোদ, ঝড়, বৃষ্টিতে
যেথা থাকে 'ভাবনা',
নিমেষেই চলে আসে;
না করেই কামনা।


তক্ষুনি– এলোমেলো
শব্দেরা পাতাতে
এক হয় পলকেই;
কবি'দের মাতাতে।


কবিরা সে– সে সুযোগ
ছাড়তেই পারে না,
লেগে যায় যেন তেন
পিছে ফেলে জামানা।


তারপর, জন্ম সে
দেয় তার– প্রিয় মিতা,
যাকে সে, তুমি-আমি
বলে ফেলি– 'কবিতা'।
      
'কবিতা, কবিতা
কবিদের– সবই'তা',
মাপা তাকে যায় না যে;
সে মাপের নেই ফিতা।