ধুয়ে মুছে আনো একটি কাঁচের গ্লাস ছোটকা।
চলো পাতা খোলো।
ঢালো, তাতে ঢালো রাম, বিয়ার বা ভটকা।
যাকে শব্দ বলো।
ফেলো তাতে তিন চার বরফের টুকরো।
যাকে বলি ভাবনা।
কিছু চাট নাও। নমকিন খুলে নাও মুখ'র।
তাতে– দাও কল্পনা।
সিগারেট মুখে কিংবা হাতে ধরে থাকো না!
প্যাড নাও, বা কলম।
তারপর চুমুক...। 'পাতার ওপর শব্দ বসাক ভাবনা,
কল্পনা ভুলাক্ গম'।
অবশেষে উল্টি। ঢুলে ঢুলে মৃত্যুর ধাপে চোখ। "কবিতাপ্রেমী বীর"।
জন্ম নিক– কোনো নেশাখোর নয়! জন্ম হোক  
কোনো এক কবির...


আসলে আমি নেশা করি না– মরার।
কবিতাকে খাই গিলে,
এসো তোমরাও কবিতার নেশা করো, আর
কবিতায় যাও মিলে।