কর্ম বিনা রূপ– ফোটে না কোনো কাঁচে।
'মৃত্যু'– আসলে শব্দ। মানুষ কর্মে বাঁচে।
সৃষ্টি– তারই শ্রেষ্ঠ। অমরত্বেরই ন্যায়।
যারা যায়, তারা ঠিকই জানিয়ে দেয়...


মরে না তাই কেউ। মরে না তাই– 'কবি'।
অমর আছেন। থাকবেন। 'শঙ্খ' অথবা 'রবি'।