পথের শেষ থেকে ফের ফিরে আসি, যে পথ দিয়ে যাই হেঁটে,
গন্তব্যহীন পথে জানিনা কেন যাই। এ মন মানে না'ও কোনো বাধা।
এমন করেই যাওয়া-আসায় অলস সময় গুলো যায় কেটে,
পায়ের ছাপেতে পা পড়ে বারংবার। সে যেন এক আজব রকম ধাঁধা।


সে'ই পথটি কোথাও গিয়েছে সোজা। সজোরে কোথাও গিয়েছে বেঁকে।
আমি নিজেকে তবু তালে তালে তিলে তিলে গুছিয়ে রাখি প্রায়ই।
ঘরেরা, গাছেরা, পাখিরা, ঘাসেরা শুধু অবাক চোখে দেখে,
তবু চলি। চলি আর চলি। চলাচলের– ফেরার পথও তাই!


মাঝে মাঝে ঝড় আসে পথে। পলকে বন্যা হয় পায়ে পায়ে।
কাঁটাও অমৃত লাগে। ও পথে তখন আরো জমে যায় মায়া।
গন্তব্যহীন পথ, তবু এ পথে যাওয়া-আসা শপথের দায়ে...
এ চলার শেষ নেই কোনো। তাই, মৃত্যুর পরও– হেঁটে যাবে ছায়া।



*বাংলা কবিতা স্মারক*