সময় গড়িয়ে পাহাড় থেকে– সমানেতে,
তুই আজও– পারলি না তো ক্ষমা দিতে!
কোথায়, কখন চলে যাবো, সময় বুঝে–
ক্ষমা করে দিস্ কভু আমায় খুঁজে।
দেওয়ার হলে এইটুকু দিস, দিচ্ছি দিব্যি!
আমি দিলেম– 'স্বাধীনতার এক পৃথিবী।'

তোর ভুলেতে জড়িয়ে হয়েছে আমারও ভুল,
ভুল ভেঙে আজ পাতা গজায়। শক্ত শিমুল।
যে পুড়েছে হৃদয় আঁচে– হোক সে খাক্!
চাই না তবে– তোর কাছে আর হৃদয় থাক।
তোর কাছেতে রাখলে চলে চাবিতালা!
বন্ধ হোক। বন্ধ হোক। সকল খেলা।
মুক্ত কর, এবার যত আটক গুলোর!
নিশা কেটে, জীবন মাঝে ফুটুক ভোর।


দেওয়ার হলে এইটুকু দিস, আর কি দিবি!
আমি দিয়েছি বাঁচার জন্যে– এক পৃথিবী।