কলি সবেই ফুটছিলো। সময় আবার খসবার।
শূন্য হয়নি পূরণ। কাজ এলো আবার বসবার।
আগুনে পোড়া শরীর, আয়েতে একটু কঁচবার
সময়ে ধরলো ঘুন। সময়– আবার পচবার।


শেষটা, 'আবার হতে'– ভাবেনি মূর্খতা করবার!
আতঙ্কের চেয়েও– আজ ভয় না খেয়ে মরবার।