ওহে, মায়ানমারে, কান্নার চিৎকারে-,
আকাশটাও- আজ ফেটে পড়েছে বুঝি;
হৃদয়মেঘ থেকে-, হয়ত বা, বারে বারে
আঘাতে আঘাতে ঝরে গেছে সকল পুঁজি।।


তবু ফাটলো না হায়- মড়া কান্নার শব্দে
দুই হাত-পা যুক্ত 'মানুষ' নামক জীব ;
যারা, মান আর হুশ হারিয়ে, জব্দে জব্দে
সত্যি কারের কিছু মানুষ মেরে গড়ছে দ্বীপ।।


তবে, পাই না খুঁজে আমি, একটুও যে আজ-,
মায়ানমারে মেরেই 'মানুষ' সাজছে যারা রাজা,
তাদের, হিসাব খাতার- সকল কারুকাজ,
কষে, দেখে, বাঁচাকালীন- কে বা দেবে সাজা?


ওহে, সাজা যদি না পায় তারা- ওদের ন্যায়ের খাতায়!
তবে 'ন্যায়' শব্দ'টা- পুড়িয়ে দিস্! তোরা 'ধর্মের নানা পাতায়'।।