যারা ছিলো ভীষণ আপন ছিলো যারা হৃদয় জুড়ে
একে একে যাচ্ছে তারা দূর হতে অনেক দূরে।
কিছুদিন আপন ভেবেই– তারপর করছে পর,
ধরছে না হাত দু'খানা, হাত রেখে হাতের ওপর।
সাড়ে তিন হাত– মাটি খুঁড়ে, বুকের ভেতর দিচ্ছে কবর
ওরা সব ভালো আছে। আমি কি রাখিনি খবর!
ধীরে ধীরে যাচ্ছে ছেড়ে। যেতে যেতে দিচ্ছে ফাঁকি।
নিদারুণ বিচ্ছেদেতে– এ বুকে মাখামাখি।
বুকে তাই জোয়ার জলে সুনামি। হচ্ছে প্লাবন।
দরোজা বদ্ধ ঘরে একলা, একলা এ মন।
তারা সব যাচ্ছে ছেড়ে। ভাবছে না জড়িয়ে থাকি।
বিরহের বিচ্ছেদেতে নিদারুণ চাতক পাখি...


দেখেছি–, অন্ধকারে ছেড়ে যায় নিজের ছায়া
না জমুক তাই কখনো কারোর ওপর কোনো মায়া।