বুকের ভেতর জমানো কাঠে আগুন ধরাবো বলে
আগুনকে ধার দিতে বলেছি– কয়েক দানা ফুলকি।


গাছ গুলো কেবল ঠায় দাঁড়িয়ে, শুকোচ্ছে জলে,
বুকের গভীরতা তাই মাপা যায়নি।মেপেছে মূল কি?      
  
'মূল' এসব আর খবর রাখেনি...৷ রেখেছে রাস্তাঘাট।
কোলের শিশু, ছিঁড়ে যাওয়া জুতোটাও রেখেছে খবর,


রাষ্ট্র, তাই শেখাতে এসো না তোমার রাজ্যপাট
শুধু বসে দেখো খবরে খবরে দিচ্ছে কে কার কবর।