(১)
চরণে তোমার নিশুতি রাত নামে,
মাথায় আমার চন্দ্র আলোক আজ;
তোমার তবে ঘরেতে আলো'রা থামে,
আমার কেবল– মাথাতে বেকার সাজ।।


(২)
রাতের কাছে তারার খবর যতই থাকুক,
জোনাকি, হার খবর যে তার নেবেই নেবে!
ঠিক তেমনই, মোমের আগুন যতই নিভুক
নিছক সুতো সে খবর তো দেবেই দেবে।।


(৩)
রাতকে বলি– চুপটি করে ঘুমা!
আচ্ছা, দিচ্ছি একখান চুমা।


এইনা শুনে– রাত কি আর ঘুমায়,
সদাই জাগে, মাতে আমার চুমায়।।