আজ, আবার-
সেই জুতো জোড়াটা দু-চার দণ্ড কথোপকথনের জন্যে
নিঃসন্দে- আমাকে খুঁজবে।
কিংবা হয়ত- একটু আদুরে হাতের স্পর্শের জন্যে
নিঃসন্দে আমাকে খুঁজবে।
হয়ত-, কি করি এখন, কি না করি এখন,
কিংবা কেমন আছি, খাওয়া দাওয়া ঠিক মতো হয় কিনা,
আরো কত কি জানতে- নিঃসন্দে আমাকে খুঁজবে।


তবে, ওর ডাকে আর সাড়া দেবো না !
ওর ডাক গুলো বড্ড চেনা-।
কানে এসে যখন বাজে, তখন,
মনে পড়ে যায় জুতোটার- 'পা জোড়ারই কথা'।


তবে, আকাশের জমে থাকা মেঘ-
পারলে তুমি এক্ষুনি ঝরো !
প্রবল, পুরো প্রবল গতিবেগে ঝরো!
আর, জুতো জোড়াটাকে একবার অন্ততঃ
আমার বাসার দিকে, ভাসিয়ে- নিয়ে এসো।
ও দেখে যাক্! আমাকে নয়-!
দেখে যাক- "আমার জুতো জোড়াটাকে"।
ও কেমন একেলা জীবনযাপন করছে।
কিংবা, ও কেমন ধূলোহীন হয়ে পড়ে আছে।


অন্তত একবার দেখে যাক.......!!