উপরে উপরে কেবলই ওরা চায়
দেখে না ওরা ভেতরের অন্তর।
ওরা আসে। ফের চলে যায়...।
শূন্য হয়, মনের পড়শি ঘর।


শূন্য ঘরে আসন সদাই পাতা
জমলে ধুলো আবার হয় সাফ।
ওরা আসবে, উঁচিয়ে আবার মাথা।
মিথ্যে মিথ্যে আবার গড়বে ভাব।


চশমা সরিয়ে, চোখের চশমায়
সঠিক দেখাটা দেখেছে ক'জন?
ওরা আসে। ফের চলে যায়...
মিথ্যে আমার সকল আয়োজন।  


'যদি বা তারা আগুন কিনতে চায়',
মিথ্যে কেন করছে তবে দর!
উপরে উপরে কেবলই আসে যায়...
দেখে না তারা– ভেতরের অন্তর।