কোনো এক বিকলাঙ্গ পথের ধারে শোয়
মা মা রোদন সুরে পথের ধুলা ধোয়,
আমি যেন অবাক শ্রোতা, শুধুই দেখে যাই;
আগুনের কাছে ওরা ঘর করেছে ভাই...।


পৃথিবীর উচ্চ উচ্চ রঙিন ইমারত
যেন সব গুড়িয়ে ফেলে ধুলার জমা পথ!
আমি যেন পাথর কোনো, জানার চিন্তা নাই...
আগুনের কাছে ওরা ঘর করেছে ভাই।


কোনো এক বিকলাঙ্গ খাবার বিনা বাঁচে
কে বা নিঃস্ব হয়ে সকল কিছু যাচে!
আমিও তাদের মধ্যে, পকেটে হাত গুটাই...
আগুনের কাছে তারা ঘর করেছে ভাই।


আমাদের বিবেক কবে– হবে বিবেকানন্দ?
ভালো সবার করবো, ফেলে পাছে সকল মন্দ
চলো না– ওদের তরে সকল কিছু লুটাই!  
আগুনের কাছে তারা ঘর করেছে ভাই...।


আগুনের কাছে– ওরা ঘর করেছে ভাই...



সহমর্মিতার সংবেদন