কাহারে বলিব আমি বাসিতে ভালো ?
কাহারে বলিব আমি বুকে টেনে লও ?
কাহারে বলিব আমি প্রেমেরি আলো
জ্বালিয়া নিয়া’ই দ্বারে সমুদিত হও ?
কাহারে বলিব আমি- রোশনি নিয়া
রাঙায়ে দিয়া যাও এই কালো মাঝে ,
কাহারে বলিব আমি- ' ও মোর প্রিয়া'  
এই ‘পোড়ামুখু’ নিয়া কালোরি- লাজে!


ভুলিয়াছি, তাই আমি প্রেমেরি খেলা,
এমনি কাটিয়া চলে, সারা সারা বেলা ।


মনে তাই নিশ্চুপে- মনেরি কথা,
আকুলি-ব্যাকুলি, তবু নাহি ব্যথা বুকে,
বসিয়া রইয়াছি আমি বসিয়াছি যথা,
‘পোড়ামুখু আজি শুধু- নিজেতেই লুকে’... ।