১)
এ পাড়া জ্বর বেঁধেছে। ও পাড়ায় 'কোকিল-কন্যা'।
এ পাড়ায় জল-তরঙ্গ; ও পাড়ায়– খরার বন্যা।


(২)
মনের জ্বর ভীষণ, তবু
বাঁধলো আবার শরীরটা।
নেতিয়ে মাথা ঠেকেক
সবাই বলে একেক,
মিশছে ধূলোয়, পিলাও তাকে–
দুধের সঙ্গে বোর্নভিটা।


(৩)
বাগান সেজেছে ফুলেতে, তবু
উধাও ফুলের সব সুবাস।


ভিটে ছেড়ে মন তোরই ভিটেয়–
ঘর বেঁধেছে গড়েছে বসবাস।