আমি এক "কল্পনা"
আমার নেই কোন ঠিকানা,
আমার সারা অঙ্গে ফুলের গন্ধ
তাই আমি ফুলের মতো নিষ্পাপ ও শুদ্ধ।


বাস্তবে আমি নই
সত্যিতে মিথ্যা হয়ে যাই,
তাই দেখি সবার মনে
কল্পনা-টি শুধু নেই।


কাশ্মীর থেকে কন্যাকুমারিকা
আমার পথ আঁকা কল্পনায়,
স্থলপথ, জলপথ, বিমানপথ
আছে আমার ভাবনায়।


কল্পনাতে দুরে যাই----
সব কিছুই খুঁজে পাই,
মরুভূমির মরু পথেও
সাত রঙের ঠিকানা-টাই।


তাই আমি করি শুধু প্রার্থনা
মোর মধ্যে এতই যে ভাবনা
চিরদিন থাকে যেন,শুধু
মোর হয়ে কল্পনা।


*** বাংলা কবিতার আসরের  সমস্ত কবি বন্ধুগণদের জানাই আমার শতকোটি প্রণাম এবং স্নেহভরা অজস্র ভালোবাসা।


(|) বাংলা কবিতার আসরে আজ আমি প্রথম এবং এটি আমার প্রথম লেখা কবিতা।