থেমে যাও বক তুমি
       যাও কোথা উড়ে,
থামো থামো থামো তুমি
       এসো একটু ঘুরে।


যাই বাপু থামো তুমি
       অনেক রয়েছে কাজ
তাড়াতাড়ি বলো তুমি
       ব্যস্ত রয়েছি আজ।


একা কেন আজ তুমি
        আর বন্ধু কই?
এই প্রশ্নটি করি তোমায়
        উত্তর দিও ভাই।


জমিয়ে রাখা বুকের ব্যথা
        বলছি তোমায় শোনো,
পিতার বুকে ভীষন জ্বালা
         থামছে না আর যেন।


সেই দুঃখে মাতা আমার
        কেঁদে ভাসায় বুক,
ঘরটি আমার দুঃখে ভরা
         কোথাও নেই সুখ।


তাই আমি একা আজ
        উড়ে যাই বেগে
বন্ধুদের সাথে খেলাধূলা আজ
         রেখেছি আমি ত্যাগে।


যাই উড়ে বহু-দূরে
        যেথা পাই কবিরাজের দেখা
সেথা গিয়ে দেখাবো আমার
        পিতার বুকের ব্যথা।


উড়ে যাও ভাই তুমি
         আর করো না যে দেরি,
তোমার পিতার বুক ভালো হোক
        আমি এই কামনা করি।