তুমি উজ্জ্বল, তুমি জ্বল জ্বল,
            তুমি যে মরুর পথে
সপ্তডিঙা নৌকার মাঝি
            তুমি যে সমুদ্র রথে।
তাই তুমি আজ এত করো সাজ
            এই যে তরুন মাঝে
বিদ্রোহী'রা ডাকে 'ভগবান' তুমি
            তুমি যে হিয়ার মাঝে।


জীবনের দিন হবে যে রঙিন
             এই হলো আজ বেলা
হিয়ার মাঝে সকাল সাঁঝে
             বসবে নতুন মেলা।
তুমি যে খাঁটি, তুমি যে সোনাটি
             তুমি যে ঠেকাও লাঠি
তাই তোমার রাজ ওপার জুড়ে আজ,
             তুমি হলে 'মা'- টি।