বিচার করো মহারাজা
         বিচার করো রাজ,
এই দেশের নিয়ম শৃঙ্খলা
         ভাঙছে কারা আজ।
ভাঙছে না শুধুই দেশের নিয়ম
          ভাঙছে  অনেক কিছু
জেনে শুনেই করছে তারা-
         নিজের মাথা নিচু।
ভাঙছে যারা দেশের তারা-
        মানুষ বলেই গন্য,
আজকের তবে শ্লোগান হবে
        'একে- অপরের ভিন্ন'।


হে দরিদ্র, করো বিদ্রোহ-.
       এই পৃথিবীর বুকে,
ওঠো ওঠো, থেকো না আর
       ওদের কাছেই ঝুঁকে।
এসো তোমরা, এসো গো আজ
       হওগো কাজে মত্ত
বসে থাকার নেইতো সময়,
         নয়গো আর- ভক্ত।
কেন তোমরা মুখ বুজে
       সইছো শত যন্ত্রনা ?
বুঝিয়ে দেওয়ার এসেছে সময়
       দিয়োনা নিজেকে শান্তনা !
'দুমুঠো খাও, একমুঠো তুমি
       অন্যকে দাও অন্ন্য'-,
বেটারা আজ ভুলে গেছে যে-
        "মানুষ তো মানুষের জন্য"।
        "মানুষ তো- মানুষের জন্য"।।