আজ এই পৃথিবীর চিরসবুজ মাঠ
আর ধূলোয় রাঙা রাস্তা ঘাট
হয়তো কোন একদিন
ঝোপ ঝাড়ের মতো
বালুকা রাশিতে পরিনত হবে,
কিংবা এক সীমাহিন সমুদ্রে-----
আর বিলীন হয়ে যাবে
সবথেকে উন্নত প্রানী মানুষ,
পরিনত হবে সীমাহিন এক পৃথিবী।


এরপর যা পড়ে থাকে-----
এক নীরব, নিস্তেজ, জড় পৃথিবী।
তখন হয়তো
পৃথিবী আর পৃথিবী থাকবে না।
শুনেছি নাকি সূর্য্যি টা
ধীরে ধীরে আকারে বড় হচ্ছে,
হয়তো কোনো একদিন
বড় হতে হতে নিজের পরিবার টাকে
পুড়ে ছাই করে দেবে।
তখন আর এই  সূর্য্যিতে কোনো আগুন থাকবে না
হয়ে যাবে নিস্তেজ এক সাদা বামন গ্রহে
যা কোনো দিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি।


হয়তো হতে পারে
আবার নাও-,
তবুও, আমরা অতীতকে দূরে ঠেলে
বর্তমানে আমরা দাঁড়িয়ে
বিভিন্ন বাধা বিপত্তিকে এড়িয়ে
চিরদিন ভেবে যাবো আর
লিখে যাবো মহান কাব্য।
আর দেওয়া  নেওয়ার হিসাব টা
রেখে যাবো 'আগামি দিনের জন্য'।