'যদি না থাকতো ঘর
হতাম তবে যাযাবর'
দুনিয়াটাকে মুঠোয় পুরে
নিতাম দেশ বিদেশ ঘুরে।


ক্লান্ত হয়ে শেষে আবার
যদি জুটে যেত মর্ডান খাবার
চলার পথ তবে- নয়তো থামার!
জীবন হতো- রঙিনা আমার।


দূর থেকে আরো দূরেই---
পথে পথে ঘুরে ঘুরেই
তখন বসতো খুশির মেলা,
আর কাটতো সারা বেলা।


তখন সবার কাছেই আমি পর
আমি যে এক অন্য নর,
যদি মনে পড়ে ঘর----
আরে ! আমি তো এক- 'যাযাবর'!