দূর দূরা দূর, দুয়ারে
রাখাল বালক ফেরারে
গাঁয়ের গরুর পাল।
বেলা যে যায়, যায়রে
পক্ষী নীড়ে ধায়রে
ধরতে ঘরের হাল।
....ও রাখাল, তুই আবার যাবি কাল
জলদি নিয়ে আয়রে চলে গাঁয়ের গরুর পাল।
....ও রাখাল, তোর---
বাঁশির সুরে, প্রিয়ারে
দোল দিয়ে যায় হিয়ারে
খুশিতে হলো উতাল।
বসে থাকার আদরে
গাছের নীচের ছায়ারে
বলছে হলো বিকাল।
....ও রাখাল, তুই আবার যাবি কাল
জলদি নিয়ে আয়রে চলে গাঁয়ের গরুর পাল।
....ও রাখাল, তোর---
বিকাল গড়িয়ে যায়রে
পাহাড় ঘেঁষে হায়রে,
তোর নেই কি কোন খেয়াল?
মা ডাকে তোর, ছেলেরে
আয় চলে আয় ঘরেরে
নিয়ে গরুর পাল।
....ও রাখাল !