যেথায় আমি বসত করি ভাই
সেথায় আমার চাওয়ার কিছুই নাই ।
          এই বিশ্বে যাহা আছে মোর
          তাহার প্রতি নেইযে কোনো জোর,
          শত শত ব্যথা আমি ভুলে
          দেবো সবই তোমার চরণতলে,
বেঁচে আছি এই আশা নিয়ে তাই---
যেথায় আমি বসত করি ভাই ।।


হেথায় তোমার পরশ যদি পাই
আমি যে তবে ধন্য হয়ে যাই ।
          পরশ কেনায় যাক না যত সেনা
          হোক না যত আমার ধার-দেনা,
          সারাটা জীবন যাক না খেটে খেটে
          দিবারাত্রি কাটুক মাঠে মাঠে,
খাটবো মাঠে তোমার জন্য তাই---
যেথায় আমি বসত করি ভাই ।।