আমি এক ভিখারি আর ভিখারি আমার নাম,
দিনে রাতে ভিক্ষা করি কেউ দেয়না তাহার দাম।
দুটো হাতই পাতি আমি ওই বাবুদের কাছে
সোনা-দানা গয়না-গাঁটি যাদের ঢের অট্টালিকা আছে।
বহু আশায় যাই আমি যদি দেয় দুহাত পুরে
ভিখারি' বলে তাড়িয়ে দেয় ওরা দেয় না দু-হাত ভরে।
কখনো আবার মনে হয়, ওরাতো বড় ওদের কাছে,
সমাজে যাদের খ্যাতি নেই আর যারা থাকে ওদের পাছে।
আমি ভাবি, গাড়ি বাড়ি চাকর-বাকর রাখছে রাখুক যারা
সমাজের কাছে ধনী সাজুক তবুও মানুষ নয় তারা।


পথে পথে ঘুরে বেড়াই নেইতো আমার ঘর,
সবাই আমার আপন তবু, আমি সবার পর।
রাজ প্রাসাদের সুখের হাসি নেইতো আমার কাছে
তবু যেন মনে হয় --ওরা থাকে আমার পাছে।
খিদের জ্বালায় দিনটা কাটাই আর রাত্রি যখন হয়
তখন ফুটপাথের ওই ইংলিস খাট্ আমার আসল পরিচয়।