সত্যি কারের বন্ধু, আমি পেয়েছি
                 এসে এই শহরে
নামটি আমি বলবো, এখন নয় তবে
                 একটু খানি পরে ।
পাতলা শরীর, কোঁকড়ানো চুল তবু
                  রাজপুত্তুরের মতো দেখতে
অঙ্কনে তার দক্ষতা খুবই । না দেখে
                  পারে সে শত ছবি আঁকতে ।
সকাল থেকে যায় সে কাজে
                  ঘরে ফেরে রাত ন'টায়  
শোবার আগে লেগে পড়ে সে
                  জীবন বোনার কাজটায়।
এমনি করেই আঁকলো শেষে
                  সুন্দর একটি ছবি
বলল সবাই খুব সুন্দর ! খুব সুন্দর !
                  প্রশংসা পেলো খুবই।
তাইতো সে আজ করেছে শুরু
                 জীবন গড়ার কাজ,
জানে সবাই করবেও একদিন
                  বিশ্ব জুড়ে রাজ।
এবার সবার মনে জাগছে প্রশ্ন
                 কন্ হে ও বান্দা?
কে আবার তোমার আমার সবার প্রিয়
                ও হে মেরা রিঙ্কু দা ।