হতে চাই রবি ভাই
    হতে চাই রবি,
রবিদের ছবি তাই
     বেঁধেছে যে কবি।


সকালের রবি আজ
     বসেছে যে মনে,
অবেলায় ডাক দিলে
     আসে সে কেমনে!


রবি যাবে বেলা শেষে
      বেলা যায় যায়,
কালো মেঘ ছেয়ে গেছে
      আকাশেতে হায়।


দয়া করে কালো মেঘ
       তুমি চলে যাও,
বিনিময়ে দেবে যদি
       রবি দিয়ে যাও!


আঁখি দ্বারা দেখা হলে
        আঁখি হবে ধন্য
আঁখি আজ খোলা রবে
        তোমারি জন্য।


'দেখা তবু হলো না যে'
        বৃষ্টির দিনে,
টুকুখানি উঁকি দিলে
        নেবো তারে চিনে।